সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় সম্ভাব্য বন্যা মোকাবেলায় সতর্ক থাকতে বললেন জেলা প্রশাসন

 


সম্ভাব্য বন্যা মোকাবেলায় সতর্কতার উপর গুরুত্বারোপ করা হয়েছে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়।   ভারপ্রাপ্ত পাবনা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেছেন, খবর পাওয়া গেছে ফারাক্কা ও তিস্তা বাঁধ খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। এই দু’টি বাঁধ ছেড়ে দিলে পাবনায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই সব বিভাগকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

রোববার (২৫ আগস্ট) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।


সভাসূত্রে জানা যায়, পাবনায় পদ্মা ও যমুনা নদীর পারি দিপদ সীমার অনেক নিচে রয়েছে। অতিবৃস্টি হওয়ায় জলাবদ্ধতা হতে পারে। জলাবদ্ধতায় মানুষ যাতে সমস্যায় না থাকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সব ওয়েব পোর্টাল আপডেট রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন পাবনা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি মোঃ জাহিদ ইকবাল, সিনিয়র তথ্য কর্মতকর্তা মোঃ সামিউল আলম বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, ডিডি সমাজ সেবা রাশেদুল কবীর, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মোঃ ইউসুব রেজা, জেল সুপার নসির উদ্দিন প্রধান, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম, ভোক্তা অধিকারের এডি মাহমুদুর রহমান রনি প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ