শহর সাংবাদদাতা: বৃহস্পতিবার (১ আগস্ট) জেলা প্রশাসন পাবনা ও বিএসটিআই আঞ্চলিক অফিস পাবনার যৌথ উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বিসিক শিল্প নগরীর তিন নম্বর গেট সংলগ্ন ‘মেসার্স উদয় ফুড এন্ড বেভারেজ’ প্রতিষ্ঠানটির প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাতকৃত আর্টিফিশিয়াল ফেভার ড্রিঙ্ক পণ্যের অনুকূলে গুনগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধ ভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড চিহ্ন ব্যাবহার করে পণ্য উৎপাদনের জন্য ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই দিনে গাছপাড়া ‘শ্যামলী ডিজিটাল ওয়েট স্কেল’ প্রতিষ্ঠাটির বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই আঞ্চলিক অফিস, পাবনা এর কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম) ও উৎপল কুমার, পরিদর্শক (মেট্রোলজি ) উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ