![]() |
| ফাইল ছবি |
ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে রবি মোবাইল কোম্পানির টাওয়ারে চুরির সময় মানিক (৩৪) নামের এক চোরকে আটক করেছে এলাকাবাসী। এ সময় চোরদের বহনকারী নোহা মডেলের মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান দীঘুলিয়া বাজারে রবি মোবাইল কোম্পানির একটি টাওয়ার অবস্থিত। রবিবার (০৭ জুলাই) বিকেল পাঁচ টার সময় মাইক্রোবাসযোগে তিনজন লোক বাজারে আসে এবং টাওয়ার এর কাছে গিয়ে টাওয়ারের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। স্থানীয় জনগণের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে । জিজ্ঞাসার একপর্যায়ে তারা বলে আমরা রবি মোবাইল কোম্পানির লোক। টাওয়ারে মেরামতের জন্য আমরা এসেছি।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনজন দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে বাজারে অবস্থানকারী লোকজন তিনজনকে ধরে মারধর করে এবং এক পর্যায়ে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও মানিক নামের এক চোর ধরা পড়ে। খবর পেয়ে ফরিদপুর থানার এস আই শ্যামল সঙ্গীয় ফোর্স নিয়ে মানিক ও মাইক্রোবাস টিকে জব্দ করে থানা নিয়ে আসে। মানিক হাদল গ্রামের আয়ুব আলীর ছেলে। পূর্বে মানিক দীর্ঘদিন বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ারে কাজ করেছে বলে জানা যায়। বর্তমানে সে মোবাইল টাওয়ারে আর কাজ করেনা। পলাতক মাইক্রোবাস ড্রাইভার শিপন (৩৪) পিতা আনোয়ার হোসেন গ্রাম নাউটিয়া দক্ষিণপাড়া লাকসাম, কুমিল্লা, অপরজন মোজাম্মেল হক মজু (৩৫) পিতা আবুল কালাম আজাদ নাউটিয়া উত্তরপাড়া লাকসাম কুমিল্লা ।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান রবি মোবাইল কোম্পানি থানায় মামলা করেছে। আসামিকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ