পাবনা দুবলিয়া বাজার এলাকার আব্দুল বাতেন বিশ্বাসের ‘স’ মিলের সামনে র্যাব অভিযান চালিয়ে দেশে তৈরি ওয়ান শুটারগান আগ্নেয়াস্ত্রসহ সনজু খান (২৭) নামে যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সনজু খান সদর উপজেলার খালিসপুর গ্রামের আক্কাস আলী খানের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবলিয়া বাজার এলাকার আব্দুল বাতেন বিশ্বাসের ‘স’ মিলের সামনে থেকে সনজু খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশে তৈরি ওয়ান শুটারগান জব্দ করা হয়।
বুধবার (৩১ জুলাই) সকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

0 মন্তব্যসমূহ