মো. রফিক ইসলাম: ফেসবুকে মার্কেটপ্লেসে নতুন নতুন কিছু বিজ্ঞাপন দেখা যাচ্ছে, ইলেকট্রিক পণ্য, মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, এলসিডি টেলিভিশন, বর্তমানে ফার্নিচার ওয়ারড্রব এর বিজ্ঞাপনও দেখা যায়। এদের মধ্যে বেশিরভাগই প্রতারক।
এরা সর্বপ্রথম আপনাকে লোভ দেখাবে ২৫ হাজার টাকার পণ্য আপনাকে দিচ্ছে ৫ হাজার টাকায়, ১৫ হাজার টাকার পণ্য আপনাকে দিচ্ছে ৪ হাজার টাকায়, ১০ হাজার টাকার পণ্য আপনাকে দিচ্ছে ২ হাজার ৫০০ টাকায়।
আপনি যদি একবার ওদের লোভনীয় অফারে ফেঁসে যান তাহলে বিপদ। প্রথমে আপনার কাছে বিকাশে এডভান্স চাইবে ৩০০ থেকে ৫০০ টাকা। এরপর আপনাকে বলবে বিকাশে লাস্ট চারটা নাম্বারসহ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে নক করুন। পরের দিন আপনাকে ডেলিভারি টাইম দেবে সকাল ৯ থেকে ১২ টার মধ্যে।
পরের দিন সকালে সঠিক সময়ে ডেলিভারি বয় আপনাকে ফোন দেবে ফোন দিয়ে বলবে “আমি আপনার লোকেশন এর কাছাকাছি এলাকায় আছি আপনি অফিসে বাকি টাকা পেমেন্ট দিয়ে একটা ওটিপি নেন, otp টা নিয়ে আমাকে দেন আমি পণ্য ডেলিভারি দিয়ে দিব।”
আপনি হয়তো অফিসে কল দেবেন। কল দিয়ে একটু রাগারাগি করবেন বলবেন যে, আমি পণ্য হাতে পেলে বাকি টাকা দিব। অফিস বলবে, না আপনি টাকা পেমেন্ট না দিলে ওটিপি পাবেন না আর ওটিপি না পেলে ডেলিভারি বয় আপনাকে ডেলিভারি দেবে না এ নিয়ে তর্ক বিতর্ক হবে। হয়তোবা শেষ পর্যন্ত আপনি বাকি টাকাটা পেমেন্ট দিয়ে দেবেন।
আধা ঘন্টা পরে ডেলিভারি বয় আবার আপনাকে ফোন দিয়ে বলবে আপনার পণ্যের উপরে ভ্যাট আছে পনেরশো টাকা অথবা দুই হাজার টাকা অথবা ২৫শ টাকা এটা যদিও অফিসের দিয়ে দেওয়ার কথা আপনি তাড়াতাড়ি দ্রুত অফিসে কল করুন। আপনি অফিসে কল করবেন অফিস থেকে বলবে হ্যাঁ এই টাকাটা এই ভ্যাটটা আমরাই পরিশোধ করে দিব কিন্তু এখন আমাদের সার্ভার ডাউন আছে আপনি টাকাটা বিকাশ করে দেন আমরা পেমেন্টটা দিয়ে দেই তাহলে পণ্য পেয়ে যাবেন। ঠিক তখনই হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতারণার স্বীকার হয়েছেন।
কাজেই সবাই সাবধান কাউকে কোন অগ্রিম টাকা দিয়ে পণ্য ক্রয় করবেন না। অনলাইনে পণ্য কিনতে হলে বিশ্বস্ত কোন প্লাটফর্ম থেকে কিনবেন অথবা ক্যাশ অন ডেলিভারি নিবেন।

0 মন্তব্যসমূহ