সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়া পৌরসভার ২৫তম উন্মুক্ত বাজেট ঘোষণা




ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৪-২০২৫ইং অর্থ বছরের ২৫তম বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে এই উন্মুক্ত বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মো. আজাদ খান। 


বাজেটে পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাাবিত আয় ধরা হয়েছে = ৫,৮১,৪০,০০০/- টাকা। পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে = ৯,৫০,০০,০০০/- টাকা । পৌরসভার রাজস্ব, উন্নয়ন ও প্রকল্প খাতে সর্বমোট আয় ধরা হয়েছে= ১৫,৩১,৪০,০০০/-টাকা। পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে = ৫,৪০,৮৫,০০০/- টাকা। পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে=৯,৫০,০০,০০০/- টাকা মাত্র। পৌরসভার রাজস্ব, উন্নয়ন ও প্রকল্প খাতে প্রস্তাবিত সার্বমোট ব্যয় ধরা হয়েছে = ১৪,৯০,৮৫,০০০/- টাকা মাত্র। পৌরসভার রাজস্ব খাতে সমাপনি স্থিতি দেখানো হয়েছে পৌরসভার উন্নয়ন ও প্রকল্প খাতে সমাপনি স্থিতি দেখানো হয়েছে = ৪০,৫৫,০০০/- = ০ (শুন্য) টাকা।


 উন্মুক্ত বাজেট ঘোষনায় মেয়র জানান, পৌরসভার জনকল্যাণ সাধন, নাগরিক সুবিধা ও উন্নয়ন মূলক কাজসহ প্রশাসনিক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাজেট প্রনয়ন করা হয়েছে। বাজেটে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন মূলক কাজ, পৌরসভা আলোকিতকরণ, পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মহল্লায় ডাস্টবিন স্থাপন, পৌর এলাকার উভয় বাজারের বিভিন্ন জায়গায় ওয়াটার ডিসপেনসারির মাধমে সুপিয় পানির ববস্থা এবং মাদকমুক্ত পৌরসভা গঠনসহ জনকল্যাণ মূলক কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। অপর দিকে প্রাতিষ্ঠানিক ব্যয় ভার কমিয়ে বাস্তবমুখী বাজেট প্রনয়ন করা হয়েছে। 


বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেয়র মো. আজাদ খান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বরাত আলী,  প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাহা, হিসাব রক্ষক কর্মকর্তা মো. নাজমুল হুদা, কাউন্সিলর বৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ