রবিউল রনি: আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধরা খরতর।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতার এই লাইনগুলো এই বছরে আষাঢ় মাসের শেষের দিকে সত্য হতে চলেছে।
প্রচন্ড খরতাপের পর ১৭ই আষাঢ় থেকে পাবনায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। গত চার দিন ধরে দিনে রাতে একাধারে বৃষ্টি পড়তেই আছে। কখনো হালকা আবার কখনো কখনো গভীর বৃষ্টিপাত হচ্ছে পাবনা শহরে। এই বৃষ্টিপাতের ফলে পাবনা শহরের কোথাও কোথাও দেখা যাচ্ছে জলাবদ্ধতা।
শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেখানে একটু নিম্নভূমি সেখানেই জমে যাচ্ছে পানি।
গতকাল পাবনার ডায়াবেটিস হাসপাতালের ভেতরেও সাময়িক পানি জমে যায়। চিকিৎসা নিতে আসা রোগীদের সেই পানির মধ্যেই কষ্ট করে পার হতে হচ্ছিল। এছাড়াও আব্দুল হামিদ রোডের আশেপাশে বিভিন্ন দোকানে বৃষ্টির পানি জমে যায়।
স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকেরা জানান ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে এই পানি জমতো না। পানি নিষ্কাশন ব্যবস্থা থাকলেও ড্রেনগুলো জ্যাম হয়ে থাকায় এই সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে অনেকের অভিযোগ। শহরকে সুন্দর ও বাসযোগ্য করতে ড্রেনেজ ব্যবস্থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলে মন্তব্য করেন সাধারণ মানুষ।

0 মন্তব্যসমূহ