রবিউল রনি: পথে চলতে অনেক কিছুই আমরা দেখতে পেলেও সব বিষয়ে মনোযোগ বা দৃষ্টিপাত করা হয়না যেন ঠিকমত। কিছু কিছু দৃশ্য কখনো কখনো সামনে এসে যায় যেটা দেখামাত্র হৃদয়কে আন্দোলিত করে পুলকিত হয়ে শুধু দেখতেই ইচ্ছে করে।
মানুষ যখন একে অপরের কাছ থেকে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে স্বার্থ আর অর্থ যখন মানুষের নুন্যতম মানবতাবোধ হারিয়ে রিপুর বসে পশু হতেও দ্বিধা করছে না। চারিদিকে যখন শুধু হায় হায় কেউ যেন কারো নয়।
ঠিক এমন জটিল সময়ে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে ফুলের দোকানদার শিপন হোসেন দেখালেন পশু প্রেমের এক অনুপম দৃষ্টান্ত। টিউবওয়েল চেপে তৃষ্ণার্ত পথের গরুকে তৃষ্ণা মিটিয়ে পানি খাওয়াচ্ছে এমন দৃশ্য সত্যিকারের মানবতাকে স্মরণ করিয়ে দেয়।
পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোডে ডায়াবেটিস হাসপাতালের সামনে শুক্রবার সকালে এই দৃশ্যটা ক্যামেরা বন্দী করা হয়।
(প্রিয় পাঠক, নিউজ পাবনার মুক্তমত কলামে লিখতে পারেন আপনিও। আপনার এলাকার সমস্যা, সম্ভাবনা, আবিষ্কার, দর্শনীয় স্থান বা ভ্রমন কাহিনি লিখে পাঠাতে পারেন infonewspabna@gmail.com এই মেইলে। সাথে অবশ্যই লেখা সংশ্লিষ্ট ছবি যুক্ত থাকতে হবে। লেখা মনোনীত হলে প্রকাশিত হবে। লেখা পাঠানোর পর কোন সুপারিশ গ্রহনযোগ্য নয়। ) -বি.স.।
.jpg)
0 মন্তব্যসমূহ