সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় এক মাসে ২৭ জনের অস্বাভাবিক মৃত্যু

 


ফয়সাল মাহমুদ পল্লব: পাবনায় গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত ২৭ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে ৬টি খুনের ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪ জনের। বিদ্যুৎপৃষ্ঠে নিহত হয়েছেন ২জন। রাসেলস ভাইপার সাপের কামড়ে মৃত্যু হয়েছে ২ জনের। বজ্রপাতে নিহত হয়েছেন ১ জন। আত্মহত্যা করেছেন ১ জন। এছাড়াও ৩ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


খুন-

পাবনায় গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত অন্তত ৬ জন নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছেন। 

গত ২ জুন পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইপিজেড এলাকায় স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ খুন হন। এদিন সকাল সোয়া ৭ টার দিকে ঈশ্বরদী-পাকশী আঞ্চলিক সড়কের পাকশী ইপিজেড মোড়ের সামনে পাঁকারাস্তায় ওপরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পাষণ্ড স্বামী মিলন মিয়াঁকে আটক করেছে পুলিশ।


ছাগলে ক্ষেতের ফসল নষ্ট করায় গত ৬ জুন চাচা সিরাজ সর্দারের ছুরিকাঘাতে হাবিবুর রহমান ওরফে হাবুল সরদার (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মকছেদ সর্দারের ছেলে। অভিযুক্ত সিরাজ সর্দার একই গ্রামের হামিদ আলী সর্দারের ছেলে।  


গত ৮ জুন পাবনা সদর উপজেলায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদহ নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। 


গত ২১ জুন পাবনার সুজানগরে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আল আমিন মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিন সন্ধা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রানিনগর ইউনিয়নের রানিনগর ক্লাবের সামনে তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত আল আমিন উপজেলার রানিনগর ইউনিয়নের মৃত শহিদুর রহমান মিয়ার ছেলে। তিনি রানিনগর ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।


গত ২৩ জুন পাবনার ঈশ্বরদী উপজেলা শহরের একটি ছাত্রাবাস থেকে তপু হোসেন (১৪) নামে এক কিশোরের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। সাত দিন ধরে এই কিশোর নিখোঁজ ছিল। ২২ জুন সন্ধ্যায় সন্ধ্যায় ঈশ্বরদী সরকারি কলেজের পেছনে মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের তিনতলার ৩০৫নং কক্ষে তপুর মরদেহের সন্ধান পাওয়া যায়। তার বাবার নাম আবুল কাশেম, পেশায় রিকশাচালক। সরকারি কলেজ এলাকায় তাদের বাড়ি।


গত ২৭ জুন পাবনার সুজানগর উপজেলায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোজাহার বিশ্বাস (৫৪) নামে এক আওয়ামী লীগকর্মীর মৃত্যু হয়। নিহত আ.লীগ কর্মী মোজাহার বিশ্বাস সুজানগর উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের দক্ষিণ রাণীনগর এলাকার মৃত আছির উদ্দিন বিশ্বাসের ছেলে। এর আগে গত ২১ জুন রানীনগর এলাকায় উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় মোজাহার বিশ্বাস গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর তার মৃত্যু হয়।  



সড়ক দুর্ঘটনা-

পাবনায় গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত অন্তত ৮ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

গত ১১ জুন গভীর রাতে ও ১২ জুন ভোর রাতে পাবনার সাঁথিয়ায় নছিমন ও করিমন (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) নিয়ন্ত্রণ হারিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে নছিমন চালক রইজ উদ্দিন (৪০) এবং কুষ্টিয়া কুমারখালির বাশগ্রামের বাটার আলীর ছেলে করিমন চালক হামিদুল ইসলাম (২৬)। এ পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


গত ১৩ জুন পাবনার চাটমোহর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এদিন রাত ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রতনপুর এলাকার চাটমোহর-টেবুনিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন (৭০) উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের প্রয়াত জয়তন মন্ডলের ছেলে।


পাবনায় গত ২১ জুন রেললাইন পারাপার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোছা. ছকিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এদিন সকাল ৯টার দিকে পাবনা সদরের সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধা এই নারী খালিশপুর থেকে হেঁটে ঘরেরভিটা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 


গত ২৩ জুন পাবনার আটঘরিয়ায় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মোস্তফা কামাল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মোস্তফা কামাল চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ডিবিগ্রাম উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান, উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের ঢেপার বিল নামক স্থানে ড্রাইভার হাফিজুর রহমান ট্রাক্টর দিয়ে আলহাজ্ব আক্কাস আলীর জমি চাষ করার সময় অসাবধানতাবসত গাড়িতে বসে থাকা মোস্তফা পড়ে গিয়ে ট্রাক্টরের নিচে চলে যায়। এসময় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। 


গত ২৬ জুন পাবনায় ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই বোন নিহত হয়েছেন। এঘটনায় একই পরিবারের আরও ৫ জন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং নাটোর জেলার দিনেশের স্ত্রী শম্পা রানী। তারা সম্পর্কে ভাই-বোন।  


গত ২৭ জুন পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (১৭) এক তরুণের মৃত্যু হয়েছে। এদিন সকাল ৭টার দিকে ঈশ্বরদী শহরের লোকোমোটিভ ডিজেল কারখানার সামনে খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে খুলনাগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করে ঈশ্বরদী জাংশন স্টেশনের অভিমুখে আসছিল। এ সময় রেললাইনের ওপর এক অজ্ঞাত তরুণ শুয়েছিলেন। বিষয়টি ট্রেনের চালক দেখতে পেয়ে হুঁইসেল বাজাতে থাকেন। এ সময় ওই তরুণ অচেতন অবস্থায় তাড়াহুড়ো করে রেললাইন থেকে দ্রুত সরে যাওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পানিতে ডুবে মৃত্যু-

পাবনায় গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত পানিতে ডুবে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২০ জুন পাবনার সাঁথিয়ায় চাচাতো বোনের বিয়ে খেতে এসে ইছামতি নদীতে গোসল করতে নেমে জাবের হাসান শান্ত (২০) নামের এক কলেজছাত্র পানিতে ডুবে মারা গেছে। সে সাঁথিয়া পৌরসভাধীন গাগড়াখালি গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে এবং রাজশাহী হেল্থকেয়ার নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিল।


গত ২৪ জুন পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদিন দুপুর ১টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়াডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইলবাড়ি এলাকার আলাল প্রামানিকের দুই ছেলে নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন (১৪) ও গোহাইলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১০) এবং চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নূর হোসেন (১০)। 


স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে কয়েকজন আর্জেন্টিনার পতাকা টানাচ্ছিল। রোদের সময়ে পতাকা টানাতে নিষেধ করা হলে তখন তারা গাছ থেকে নেমে বাড়ি থেকে গামছা নিয়ে নদীতে গোসল করতে যায়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করে। অপর তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ছোট দুইজনকে বাঁচাতে গিয়ে বড় ভাই ছাব্বিরেরও মৃত্যু হয়। 


সাপের কামড়ে মৃত্যু-

পাবনায় গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সাপের কামড়ে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে।

গত ৩১ মে পাবনার ঈশ্বরদীতে কলাবাগানে কাজ করার সময় বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে হাফিজুর রহমান (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিন নিজ বাড়িতে তিনি মারা যান। হাফিজুর রহমান উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামের আফসার হোসেন খানের ছেলে।


গত ২২ জুন আলম প্রমাণিক (৫০) নামে পদ্মার চরকোমরপুরের এক কৃষক মারা যান। স্বজনরা জানান, কৃষক আলম প্রামাণিক চরের নিজ জমিতে ধান কাটছিলেন। এ সময় তাকে বিষধর রাসেলস ভাইপার সাপ দংশন করে। স্বজনরা তাকে সরাসরি নিয়ে যান পাবনা জেনারেলে হাসপাতালে। কিন্তু সেখানে কোনো অ্যান্টিভেনম ভ্যাকসিন না পেয়ে বেসরকারিভাবে কেনার জন্য অনেক ক্লিনিকে ও দোকানে যান স্বজনরা। কিন্তু কোথাও ভ্যাকসিন পাওয়া যায়নি। পরে আলমকে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। এতে প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা সময় নষ্ট হয়। এরই মধ্যে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন।


বিদ্যুৎপৃষ্টে মৃত্যু-

পাবনায় গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত বিদ্যুতপৃষ্টে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে।

গত ৮ জুন পাবনার সাঁথিয়ায় মাদ্রাসার টিনের চাল থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তানজিল (৭) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত তানজিল করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মিন্টু প্রামানিকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তানজিল বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার টিনের চালের উপরে আটকে গেলে তানজিল গ্রিল বেয়ে উপর থেকে সেটি আনতে যায়। এসময় টিনের চাল বিদ্যুৎপৃষ্ট হয়ে আটকে যায়। তার কিছুক্ষণ পর মাটিতে ছিটকে পরে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গত ১৩ জুন পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিজাম উদ্দিন উপজেলার দিলপাশার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পাটুল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম উদ্দিনের বাড়ির সামনে মাছ চাষের পুকুর রয়েছে। সেখানে রাতের বেলায় বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য বৈদ্যুতিক তার টাঙানো রয়েছে। এদিন সন্ধ্যায় নিজাম উদ্দিন পুকুরে নেমে কাজ করতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে তিনি পুকুরের মধ্যেই মারা যান।


৩ গৃহবধূর মরদেহ উদ্ধার-

পাবনায় গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত ৩ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত ৩১ মে পাবনার ঈশ্বরদীতে সুমনা খাতুন (১৯) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমনা খাতুন মহাদেবপুর গ্রামের মো. সম্রাট হোসেনের স্ত্রী ও পৌর শহরের ইস্তা এলাকার সুজন হোসেনের মেয়ে। সুমনার পরিবারের সদস্যদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


গত ৭ জুন পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে তার শ্বশুড়বাড়ির লোকজন। মৃত গৃহবধূ মিনা খাতুন ওই গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী এবং একই উপজেলার দাঁথিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেনের সাথে ১১ মাস আগে বিয়ে হয় মিনা খাতুনের। বিয়ের পর সোহাগের পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। 


গত ২৩ জুন পাবনার সাঁথিয়ায় রিক্তা খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর লাশ বাথরুমে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামী ও ছেলের বিরুদ্ধে। নিহত রিক্তা খাতুন কাশিনাথপুর ইউনিয়ন শগুইনা পশ্চিমপাড়া গ্রামের জাহাঙ্গীর প্রামানিকের স্ত্রী ও আমিনপুর থানার নয়াবাড়ি গ্রামের মোবুদ্ধি শিকদারের মেয়ে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত রিক্তার স্বামী ও ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিক্তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো তার স্বামী জাহাঙ্গীর এবং মাদকাসক্ত ছেলে দুরন্ত। মূলত মাদকের টাকার জন্যই তাকে নির্যাতন করা হতো। মারধরের শিকার হয়ে মেয়েটি অনেকবার বাবার বাড়ি চলে গিয়েছে। পরে স্বামী গিয়ে আবার নিয়ে আসতো। এদিন দুপুরের দিকে প্রতিবেশি একজন বাথরুমের মধ্যে অস্বাভাবিক কিছু বুঝতে পেরে এসে দেখে রিক্তার লাশ ঝুলছে। তখন তিনি আত্মীয় স্বজনকে খবর দেন।


পাবনায় গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত আত্মহত্যা করেছেন ১ জন ও বজ্রপাতে নিহত হয়েছেন ১ জন। 

গত ২৪ জুন সাঁথিয়ায় মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলাম (২৪) নামের এক যুবক দেশে এসে ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। তিনি ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের কৃষক শুকচাঁদ আলীর ছেলে। এদিন ভোর রাতে বাড়ির পাশে আম গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করে বলে জানা গেছে। জাহিদুল প্রায় এক বছর আগে বিভিন্নজনের কাছ থেকে টাকা পয়সা ঋণ করে মালয়েশিয়া গিয়েছিল। সেখানে প্রায় তিন মাস আগে মলম পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান হয়ে টাকা পয়সা হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়। এরপর সেখান থেকে গত মার্চ মাসের শেষের দিকে বাড়ি চলে আসে। আসার পর বেশিরভাগ সময় চুপচাপ থাকতো কারও সঙ্গে ঠিকমতো কথা বলত না। মানুষের ঋণের টাকা শোধ করতে না পারায় এবং তার আবার বিদেশ যাওয়ার টাকা না থাকায় সব সময় হতাশা বোধ ও দুশ্চিন্তা করত। 


গত ৩০ জুন পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে আমির হোসেন (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। গুরুতর আহত হয়েছে একজন। এদিন দুপুরে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভাদ্রবাটি গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাঠে ঘাস কাটছিলেন আমির হোসেন। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ