মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় চাঞ্চল্যকর মতিন হত্যার প্রকৃত খুনিদের বিচার চেয়ে দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মলন করলেন নিহত আঃ মতিনের স্ত্রী আজিরন খাতুন।
স্বামী হত্যার বিচার চাইতে এসে দুইবার সংবাদ সম্মেলনে দুই রকমের কথা বলে আলোচনায় উঠে এসেছেন তিনি।
রোববার (২০ আগষ্ট) দুপুরে সাঁথিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহত আঃ মতিনের স্ত্রীর পক্ষে বড় মেয়ে সবিতা খাতুন লিখিত বক্তব্য পাঠ করেন।
এতে বলা হয়, আমার স্বামীকে গত বছরের ৪ জুন নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।
সংবাদ সম্মলনে উপস্থিত নিহত মতিনের ছোট মেয়ে নাসরিন আক্তার (১৮) বলেন, পিতা হত্যার বিচার চাওয়ায় আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।
উল্লেখ্য, এর আগ গত ২৯ জুলাই একই হত্যাকান্ডের বিষয়ে মতিনের স্ত্রীসহ পরিবারের সদস্যরা সাঁথিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ ও তার ছোট ভাই আমার স্বামীকে হত্যা করেছে এবং ঘটনা ধামাচাপা দিতে নানা নাটক সাজিয়েছে।
তারা আমার পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকিধামকি দিচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেও তিনি গাফিলতির অভিযোগ তোলেন সেদিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী আজিরন ছাড়াও মেয়ে সবিতা খাতুন, নাসরিন আক্তার, আশামনি ও মেয়ে জামাই আশরাফুল ইসলাম।
0 মন্তব্যসমূহ