সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ইউএনওর ফোন নম্বর ক্লোন করে ৫ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারকরা!


 পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সরকারি ফোন নম্বর ক্লোন করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।


জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতারক চক্রের সদস্য নিজেকে ইউএনও পরিচয় দিয়ে সুজানগরের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বাবলু কুমার সাহার কাছে ফোন করেন। ফোনে ইউএনও পরিচয় দিয়ে জানানো হয়- আমি জেলা প্রশাসক স্যারের অফিসে আছি। জেলা প্রশাসক স্যার ৩০ টন চাল বিক্রি করবেন; আপনি নিতে চাইলে কত টাকা টন দাম দিতে পারবেন। এ সময় ওই ব্যবসায়ী ৩৩ হাজার টাকা টন দাম জানান।


এর কিছুক্ষণ পর প্রতারক চক্র কয়েকটি বিকাশ ও নগদ মোবাইল নম্বর দিয়ে দ্রুত টাকা পাঠাতে বলেন। এ সময় স্থানীয় সুজানগর পৌর বাজারের কয়েকটি মোবাইলের দোকান থেকে ওই সব নম্বরে পর্যায়ক্রমে ৫ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেন। এরপর দুপুর ১২টার দিকে ওই ব্যবসায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গেলে অফিসের এক কর্মচারী জানান ইউএনও স্যার সকালে পাবনা ডিসি অফিস নয় সাগরকান্দি ইউনিয়নে একটি প্রোগ্রামে গেছেন।


এ বিষয়ে প্রতারণার শিকার হওয়া ব্যবসায়ী শ্রী বাবলু কুমার সাহা জানান, যেহেতু ইউএনও স্যারের মোবাইল নম্বর আমার মোবাইলে সেভ করা ছিল; তাই বিষয়টি তেমন সন্দেহ হয়নি। টাকা পাঠানোর পর ইউএনওর কাছে গেলে প্রতারণার বিষয়টি জানতে পারি।


এদিকে একই সময়ে উপজেলার দুলাই ইউনিয়নের টিসিবি ডিলার রুহুল আমিনসহ একাধিক ব্যক্তির কাছ থেকে ইউএনও পরিচয়ে টাকা চাওয়া হয়। বিষয়টি নজরে আসার পরপরই সুজানগর উপজেলা নির্বাহী অফিসার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা প্রদান করেছেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া সবাইকে তথ্য আদান-প্রদান ও লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।


পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, পুলিশ ঘটনা তদন্ত ও প্রতারক চক্রকে ধরতে চেষ্টা চালাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ