মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় গোপন বৈঠক চলাকালে থানা পুলিশ ৯ জন জামায়াত-শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এ সময় ৭টি ককটলও উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশের দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে সাঁথিয়া বালিকা দাখিল মাদরাসায় সরকার উৎখাতের জন্য গোপন বৈঠক চলছিল। এ সংবাদ পেয়ে থানার এসআই ইয়ামিন আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান ৫০/৬০জন জামায়াত শিবিরের নেতা-কর্মী গোপন বৈঠক করছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠক থেকে উঠে অনেকেই দৌড়ে মাদরাসার প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। এ সময় উপজলার হলুদঘর গ্রামের আলীমুদ্দিনের ছেলে আলাউদ্দিন (৩৯), আয়নুল হকের ছেলে মেহেদি হাসান (২৮), মাছখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল করিম (৫০), নন্দনপুর গ্রামের মৃত মাইদুল হকের ছেলে আলী মর্তুজা (৪৩), করমজা মল্লিকপাড়ার শুকুর আলীর ছেলে হারুন অর রশিদ (৫১), মরিচপুরান গ্রামের সাদেক প্রামানিকের ছেলে শরিফুল ইসলাম (৩২), করমজা সরদারপাড়ার মুত্তালিব মোল্লার ছেলে ড. মোহাম্মদ আব্দুল্লাহ (৪৭), শহীদনগর বাবুপাড়ার সামাদ শেখের ছেলে রোস্তম শেখ (৩২), বেড়া উপজেলার শানিলা সাহাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আলী জিনাহ (৪০)কে গ্রেফতার করে।
এ সময় সেখান থেকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত লাল কসটেপ দ্বারা মোড়ানো ৭টি ককটেল উদ্ধার করে পুলিশ। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ক্ষতিকর কার্যসম্পাদনের জন্য গোপন বৈঠক করছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার (১৬ আগষ্ট) পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃখলা রক্ষার্থে পুলিশি অভিযান অব্যাহত আছে।
তবে এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান জানিয়েছেন, নেতাকর্মীদের তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গোপন বৈঠকের কোন ঘটনা ঘটেনি।
0 মন্তব্যসমূহ