পাবনার ঈশ্বরদীতে গোপন বৈঠকের অভিযোগে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুল বাতেন (৪০), মো. আব্দুল মজিদ (৬৩), মো. আব্দুল আজিজ (৬০), মো. মামুন হোসেন (৩৫), মো. মজিবুর রহমান (৬২), মো. ফরিদ আহমেদ (৬০), মো. শাহান আলী (৩২), মো. ইয়াছির আরাফাত ওরফে সুজন মাষ্টার (৩৬), হাফেজ মো. ইনতাজ উদ্দিন (৬২) মো. শামীম হোসেন (২৬) ও মো. মোস্তফা কামাল (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে উপজেলার সলিমপুর ইউনিয়নের শেখেরদাঁইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সমবেত হন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে পুলিশ। এসময় ১১ নেতাকর্মীকে আটক করা হয়। তবে অনেকে দৌড়ে পালিয়ে যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবন্দি সরকার বলেন, গ্রেপ্তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
0 মন্তব্যসমূহ