সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় নকল ঘি তৈরির কারখানার সন্ধান

 


পাবনার ভাঙ্গুড়ায় পামওয়েল এর সাথে বাটার ওয়েল, কেমিক্যাল সেন্ট, ঘি’র ডাস্ট মিশিয়ে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে ভেজাল ঘি। উপজেলার হারোপাড়া মহল্লার একটি ভাড়া বাসায় সোহাগ ও ওয়ালী উল্লাহ নামক দুই ব্যক্তি মিলে ভেজাল ঘি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছেন। 


শনিবার (১৯ আগস্ট) হারোপাড়ার বাসিন্দা আব্দুল খালেকের বাসার ওই কারখানায় গিয়ে এমন চিত্র পাওয়া যায় ।


শনিবার বিকালে সরেজমিন ওই কারখানায় ঘুরে দেখা গেছে, বড়াল নদীর তীরে আলহাজ আব্দুল খালেকের বাসার সামনের অংশ ভাড়া নিয়ে গড়ে তুলেছে এই নকল ঘি’র কারখানা। সেখানে সামনের অংশে ক্রিম শীতলীকরণ মেশিন ও দুধের ছানা তৈরির বিষয় দেখা গেলেও পেছনের দিকে দেখা মিলেছে কয়েক ড্রাম পামওয়েল, এক কার্টন বাটার ওয়েল, ঘি তৈরির ডাস্ট ও এক ক্যান নকল ঘি। 


ছবি তুলতে গেলে কারখানায় কর্মরত ময়মনসিংহ জেলার বাসিন্দা ওয়ালী উল্লাহ নামের একজন সংবাদকর্মীদের নিবৃত করার চেষ্টা করেন। পরে সংবাদ প্রকাশ না করার জন্য তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেন।


অনুসন্ধানে জানা গেছে, পাটুলীপাড়ার বাসিন্দা রোজের ছেলে সোহাগ আলী ও ময়মনসিংহের বাসিন্দা ওয়ালী উল্লাহ মিলে হারো পাড়া খালেকের বাড়ি ভাড়া নিয়ে স্থানীয় একাধিক মহলকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে ভেজাল ঘি তৈরি করে তা খাঁটি গাওয়া ঘি নামে পাবনা, রাজশাহী, বগুড়া, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও বাজারজাত করে আসছেন। এভাবে নকল ঘি বাজারে বিক্রয় করে সাধারণ মানুষকে প্রতারনা করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।


কারখানায় কর্মরত টেকনিশিয়ান ওয়ালী উল্লাহ জানান, তারা মূলত দুধ সংগ্রহ করে ক্রীম ও দুধ থেকে ছানা তৈরি করেন তা বিভিন্ন স্থানে বাজার জাত করে থাকেন। কারখানায় পাওয়া কয়েক কয়েকশ লিটার পামওয়েল, এক কার্টুন বাটারওয়েল ও এক ক্যান ঘি ও ঘিএর ডাস্ট বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তোর দিতে পারে নি। এক পর্যায়ে কারখানায় অন্যান্য শ্রমিক রেখে তিনি সটকে পড়েন।


ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ মো. রাশিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে সরেজমিন ঘুরে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।


এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, অচিরেই কারখানা পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ