সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় পাবলিক সার্ভিস দিবস পালিত

 



ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পাবলিক সার্ভিস দিবস- ২০২৩ পালিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বর্তমান সরকারের ডিজিটাল চলমান সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার । বর্তমান সরকারের উন্নত যুগোপযোগি ভূমি সেবা তথা ডিজিটালাইস এর সুবিধা নিয়ে নানান দিকের বিস্তারিতসহ  আলোচনা  করেন সহকারি কমিশনার (ভূমি) তাসফিয়া আক্তার রোজী।  প্রাণিসম্পদ কর্মকর্তা  রুমানা আক্তার রোমী, সমাজসেবা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, নির্বাচন অফিসার ।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ  আলহাজ  মোঃ রাশেদুল ইসলাম, উপজেলার বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দীন সরদারসহ প্রমুখ। সর্বশেষে বিভিন্ন দপ্তরের সেবা গ্রহীতা সুফল ভোগীদের মধ্যে সুবিধা সম্বলিত সেবা গুলি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।


এর আগে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান এর নেতৃত্বে উপজেলা কর্মকর্তাদের সমন্বিত একটি র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ