আটঘরিয়া প্রতিনিধি : "সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৩জুলাই) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এএইচ এম ফখরুল হোসাইন।
বক্তব্য রাখেন কৃষি অফিসার সজীব আল, মারুফ, প্রকৌশল কর্মকর্তা মেহেদী হাসান, প্রানী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার কর্মকর্তা এসএম শাজাহান আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী প্রমুখ।
উক্ত র্যালীতে ফায়ার সার্ভিসের সদস্য, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ