সর্বশেষ

6/recent/ticker-posts

১ হাজার টাকা মজুরির দাবিতে পাবনায় বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ



 বিএডিসিতে কর্মরত শ্রমিকরা নিয়মিত করন ও দৈনিক মজুরি বৃদ্ধিসহ তেরো দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ শুক্রবার পাবনার টেবুনিয়া কৃষি উৎপাদন খামার ও প্রক্রিয়াজাত করণ এলাকার শ্রমিকরা এ আন্দোলন শুরু করেছেন। 


 আন্দোলনরত শ্রমিকরা জানান, একুশে জুলাই থেকে শুরু হয়ে এ আন্দোলন তিরিশে জুলাই পর্যন্ত চলবে।  আন্দোলনে পর্যায়ক্রমে প্রতিদিন মিছিল, মিটিং, অবস্থান, প্রতিকি অনশন পালন করবেন তাঁরা। 


এ কর্মসূচী পালনের পরও যদি দাবি আদায় না হয় তবে, তিরিশে জুলাইয়ের পর নতুন কর্মসূচী ঘোষণা করবেন তাঁরা। 


দাবি আদায়ের স্বপক্ষে যুক্তি তুলে ধরে শ্রমিকরা জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে বিএডিসিতে কর্মরত অফিসারদের বেতন-ভাতা বৃদ্ধি পেলেও শ্রমিকদের মুজুরি এখনও আগের মতোই রয়ে গেছে। ফলে তাদের সন্তানদের খাদ্য যোগান দেওয়া ও লেখা পড়া করানো কঠিন হয়ে পড়েছে। তারা বলেন আমাদের মজুরি এখন প্রতিদিন ৫০০ টাকা। আমরা এই মজুরি ১ হাজার টাকা বৃদ্ধির জন্য আবেদন জানাই।


শ্রমিকরা জানান, অনিয়িমিত শ্রমিক দিয়ে বিএডিসি দীর্ঘদিন যাবত তাদের কাজ করে নিলেও শ্রমিক নিয়মিত করণ নিয়ে তাদের আগ্রহ নেই। একাধিকবার শ্রমিকদের নিয়মিত করন করার দাবি উঠলেও এ বিষয়ে সঠিক কোন সিদ্ধান্ত নিতে পারেনি কৃষি মন্ত্রনালয়।বক্তব্য রাখেন, জহুরুল ইসলাম সরকার, যুগ্ন আহবায়ক জাতীয় শ্রমিক লীগ পাবনা সদর উপজেলা শাখা পাবনা।


এসময় শ্রমীকরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী ও সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ