পাবনায় ৩১৫ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
বৃহস্পতিবার র্যাব-১২ এর অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে, বুধবার রাতে পাবনা সদর উপজেলার ফকিরপুর মাঠপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোছাঃ মুক্তি খাতুন সদর উপজেলার ফকিরপুর মাঠপাড়া এলাকার মোঃ কালামের স্ত্রী ও মোঃ জালাল প্রামানিকের মেয়ে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়- পাবনা সদর উপজেলার ফকিরপুর মাঠপাড়া এলাকায় এক ব্যক্তির বসতবাড়িতে হেরোইন বিক্রির জন্য মজুত রাখা হয়েছে। বুধবার রাতে র্যাব-১২ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির চারদিক ঘেরাওকালে এক মহিলা গেট খুলে পালানোর চেষ্টা করেন। এ সময় নারী র্যাব সদস্যের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পাবনা সদর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
0 মন্তব্যসমূহ