সর্বশেষ

6/recent/ticker-posts

প্রবাসীদের প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পাবনা ফিরেছে এই যুবক!



বিশেষ প্রতিনিধি: সৌদি আরব থেকে বেশ কয়েকজন প্রবাসীর প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পাবনায় ফিরেছে এক যুবক। তার নাম অমৃত কুমার, পিতার নাম শ্রী অশোক কুমার। পাবনার আতাইকুলা থানার গাঙ্গুহাটি এলাকায় তার বাড়ি।


সৌদি আরব থেকে নিউজ পাবনার সাথে যোগাযোগ করে সিলেটের একজন প্রবাসী জানান, সৌদি আরবের জেদ্দা শহরে গিয়ে মিষ্টির দোকান দিয়ে ব্যবসা করে আসছিলো অমৃত কুমার। এ সময় বাংলাদেশী প্রবাসীদের সাথে সখ্যতা গড়ে ওঠে তার। এভাবে দীর্ঘ দিন ব্যবসা করতে করতে গত রোজার আগে হঠাৎ করেই সে তার দোকান বন্ধ করে দেয়। 


দোকান বন্ধ করে দেওয়ার পর অমৃত কুমার তার পরিচিত প্রায় ২০ জন প্রবাসীর নিকট আরো বড় পরিসরে তার ব্যবসা শুরু করবে বলে ধর্না দিতে থাকে এবং আর্থিক সহযোগীতা কামনা করে। এসময় অনেক প্রবাসী তাকে যথাসাধ্য আর্থিক সহযোগীতা করে। এভাবে সৌদির বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ধার হিসেবে প্রবাসীদের নিকট থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে গত ৭ জুলাই পাবনা ফিরে আসে অমৃত কুমার। পাবনা ফিরে কয়েকদিন প্রবাসী বন্ধুদের সাথে ফোনে যোগাযোগ করলেও বর্তমানে সে যোগাযোগ বন্ধ করে দেয়। 


একই রকম ঘটনা ঘটিয়েছে অমৃত কুমারের ভগ্নিপতি আশিশ কুমার ঘোষ। তার বাড়ি সিরাজগঞ্জে বলে জানিয়েছেন প্রবাসীরা। 


ভুক্তেভোগী প্রবাসীরা অমৃত কুমারকে ফোনে না পেয়ে তার ভাই ওয়াসিম ও লক্ষনের সাথে যোগাযোগের চেষ্টা করে। ওয়াসিম ও লক্ষন তার ভাইয়ের কুকর্মের কথা শুনে এখন আর কারো ফোন রিসিভ করছেননা এমনকি তার ভাই অমৃত কুমারেরও কোন খোঁজ খবর দিচ্ছেন না বলে অভিযোগ করেন প্রবাসীরা। তবে একটি সূত্র বলছে বর্তমানে রাজশাহী শহরে অবস্থান করছে অমৃত কুমার। 


এ বিষয়ে নিউজ পাবনার পক্ষ থেকেও মোবাইল ফোনে অমৃত ও তার দুই ভায়ের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা ফোন রিসিভ করেননি। এদিকে প্রবাসের কষ্টার্যিত অর্থ এভাবে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসীরা। তারা বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে আইনের আশ্রয় নিয়ে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পেতে জোড় তৎপরতা শুরু করেছেন।    


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ