পাবনা প্রতিনিধি : পাবনা র্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৫০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলো- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তালশার উত্তরপাড়ার মোঃ জাকির আলী মন্ডলের ছেলে মোঃ তৌহিদ ওরফে জীবন (২০) ও একই এলাকার মোঃ মোক্তার হোসেনের ছেলে মোঃ বখতিয়ার হোসেন (২৫)।
রোববার (০১ জানুয়ারি) দিবাগত রাতে এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২ পাবনার একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানার কাজিরহাট ঘাট এর পল্টুনের উপর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করে।
সোমবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি কিশোর রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
র্যাবের দাবি, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় ট্রাকের মাধ্যমে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করাসহ পাবনার আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
0 মন্তব্যসমূহ