উদ্বোধনের পঞ্চম দিনে মেট্রোরেলে যাত্রীদের ভিড় তুলনামূলক কম দেখা গেছে। আগের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে না। যাত্রীরা স্টেশনে এসেই টিকিট কাটতে পারছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকালে আগারগাঁও স্টেশনে দেখা যায়, টিকিট বিক্রির মেশিনগুলো কখনো ফাঁকা, কখনো দুই-একজনের লাইন তৈরি হচ্ছে। আবার কখনও ১০-১২ জনকে টিকিটের লাইনে থাকতে দেখা গেছে।
যাত্রীরা জানান, অন্য দিনের তুলনায় ভিড় অনেক কম। টিকিট কাটা যাচ্ছে দুই-তিন মিনিটেই।
গত বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলাচল শুরু করে মেট্রোরেল। সাধারণ মানুষের মনে এই দ্রুতযানকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশন থাকলেও আপাতত অন্য কোনো স্টেশনে থামছে না ট্রেন।
0 মন্তব্যসমূহ