সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় চকনন্দনপুর গ্রামে আগুনে ঘর পুরে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও ঘর নির্মান সামগ্রি (টিন, কাঠ, খুটিসহ অন্যান্য মালামাল) সাঁথিয়া ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হাই মিয়ার যৌথ উদ্যোগে প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে উপজেলার চকনন্দনপুর গ্রামের ক্ষতিগ্রস্ত মিরাজ ফকিরকে সাঁথিয়া ফাউন্ডেশন কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ও পেনসিল ভেনিয়া ষ্টেট আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হাই মিয়া, সাঁথিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম মজনু, জোড়গাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ সভাপতি প্রভাষক জালাল উদ্দিন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারী বিকেলে উপজেলার চকনন্দনপুর গ্রামের মোক্তার ফকিরের ছেলে মিরাজ ফকিরের বসতঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
0 মন্তব্যসমূহ