ফয়সাল মাহমুদ পল্লব: পাবনায় মাটির নিচে পুতে রাখা বিদেশি একনালা সচল বন্দুকসহ ২ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৮ জানুয়ারি রাতে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আওরঙ্গবাদ পূর্বপাড়ায় অভিযান চালিয়ে একটি মুরগির টং ঘরের নিচের মাটি সরিয়ে পলিথিনে মোড়ানো আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
বুধবার (১৮ জানিুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুদ আলম।
তিনি বলেন, গত ১২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পাবনা সদর থানার ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া গ্রামে মো: চয়েন উদ্দিনের বাড়িতে অনধিকার প্রবেশ করে গুলি করে চয়েন উদ্দিনের চাচাতো ভাই ইয়াছিন সরদার। এসময় বাড়িতে থাকা চয়েন উদ্দিনের স্ত্রী মোছা: নাজমা খাতুন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে এ ঘটনায় মামলা হলে তদন্তে নামে পাবনা থানা ও ডিবি পুলিশ।
পরে তারা প্রথমে সদর উপজেলার গয়েশপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াছিন সরদারকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে ভাড়ারা ইউনিয়নের আওরঙ্গবাদ পূর্বপাড়ায় অভিযান চালিয়ে আওকাত আলীর বাড়ি সংলগ্ন মুরগির টং ঘরের নিচের মাটি সরিয়ে পলিথিনে মোড়ানো সচল আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এসময় আওকাত আলী শেখকে গ্রেফতার করে পুলিশ।
0 মন্তব্যসমূহ