সর্বশেষ

6/recent/ticker-posts

কনকনে ঠান্ডায় বিপর্যস্ত পাবনার জনজীবন

 


সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘন কুয়াশার কারণে পাবনায় সূর্যের দেখা মেলেনি সারাদিন, ফলে উত্তরের জেলা পাবনায় জেঁকে বসেছে শীত। 

দিনভর হিমেল বাতাসে কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পাবনার রাস্তা-ঘাট প্রায় জনশূণ্য হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল-দরিদ্র-অসহায় ও নিম্ন আয়ের মানুষরা। প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা বাতাসের মধ্যে অনেক দিনমজুরের কাজ মেলেনি।  

নিম্ন আয়ের রিকশা-ভ্যান, অটোরিকশা, সিএনজির চালকরা কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে কাজ করছেন। তবে রাস্তা-ঘাটে লোক কম থাকায় অন্যদিনের তুলনায় তাদের আয় কম। 

প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। রাস্তায় মানুষের উপস্থিত একেবারেই কম। বছরের শুরুতেই  স্কুলগামী শিক্ষার্থীদের উপস্থিতিও অপ্রতুল। প্রচণ্ড কুয়াশার কারণে বাস-ট্রেনসহ অন্যান্য যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে। এসব বাহনে মানুষের উপস্থিতিও অনেক কম।  

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. নাজমুল হাসান জানান, ঈশ্বরদী উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তাপমাত্রা ওঠানামা করছে। পৌষের মাঝামাঝি সময়ে বাতাসের কারণে শীত জেঁকে বসেছে। 

আজ মঙ্গলবার সকাল ৯টায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জনান আবহাওয়া অফিসের পর্যবেক্ষক।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ