পাবনায় থার্টিফার্স্টের বনভোজন থেকে ফিরে তরুণের রহস্যজনক মৃত্যু
বছর শুরুর প্রথম রাতে রোহান হোসেন (১৫) নামে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ৩১ ডিসেম্বর রাতে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে বনভোজনে অংশ নেয় রোহান। সেখান থেকে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে রোহানকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোহান উপজেলার সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়া থানাপাড়া এলাকার মিন্নু মিয়ার ছেলে। সে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
রোহানের পরিবারের দাবি, রোহানকে যারা রাতে বনভোজনের জন্য ডেকে নিয়ে গিয়েছিল তারা তাকে বিষাক্ত কিছু খাইয়েছিল। রোহান রাত ১২টা ২০ মিনিটে যখন বাড়িতে আসে তখন সে বমি করছিল। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর আগ মুহূর্তে তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।
রূপপুর প্রকল্পের গ্রিনসিটি ভবনের সিঁড়ি থেকে পড়ে রুশ নাগরিকের মৃত্যু
১ জানুয়ারি বিকেলের দিকে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের গ্রিনসিটি বহুতল ভবনের সিঁড়ি থেকে নিচে পড়ে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস। নিহত রুশ নাগরিক নেফেডভ ওলেগ (৪১) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এনারগোস্পেটস মমতাস নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।
পাবনায় তুচ্ছ ঘটনায় গুলিতে নিহত- ১
৪ জানুয়ারি রাত ৮টার দিকে তুচ্ছ ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে মামুন হোসেন নামে এক রিকশাচালক নিহত হন। ঈশ্বরদী পৌরসভার পশ্চিম টেংরি কড়ইতলা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিকশা চালক মামুন হোসেন (২৫) পৌর শহরের পিয়ারখালী মহল্লার মানিক হোসেনের ছেলে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিনের ভাই আনোয়ার উদ্দিন, একই এলাকার জামাল উদ্দিনের ছেলে হৃদয় এবং আকরামের ছেলে ইব্রাহিম মদ্যপ অবস্থায় দলবল নিয়ে এসে গ্যারেজে বসে থাকা রিকশাচালক মামুন, রকি, সুমনসহ আরো কয়েকজনের ওপর চড়াও হন। তাঁদের মধ্যে বাগবিতণ্ডাসহ হাতাহাতি হয়।
এরই এক পর্যায়ে পৌর কাউন্সিলরের ভাই আনোয়ার উদ্দিন তাঁর কোমরে থাকা পিস্তল বের করে মামুন হোসেন ও রকি হোসেনকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় আনোয়ারের সঙ্গীরা সুমনকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মামুন হোসেনকে মৃত ঘোষণা করেন।
পাবনায় দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার চাটমোহরে কনক জাহান আঁখি (১৪) নামের দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে চাটমোহর থানা পুলিশ। নিহত স্কুলছাত্রী আফ্রাতপাড়া মহল্লার আল কামাল হোসেনের মেয়ে এবং পাবনা আদর্শ গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পাবনায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামে ইট বোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুস সাত্তার (৩২) নিহত হন। নিহত আব্দুস সাত্তার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের আতোয়ার খানের ছেলে।
ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
৯ জানুয়ারি দুপুর দেড়টার দিকে পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় এক পথচারী নিহত হন। নিহত আলতাব হোসেন ঈশ্বরদীর পূর্ব বাঘইল গ্রামের আজাহার ঘরামির ছেলে।
পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত
৯ জানুয়ারি রাত ১১ টার দিকে পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২) ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)।
পাবনায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২
১০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে পাবনা সদর উপজেলার সীমানা ঈশ্বরদী-পাবনা মহাসড়কের টেবুনিয়ার পাশে সাতমাইল নামক স্থানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ দুর্ঘটনায় আহত আলিফ হোসেন (২৪) নামে অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জানুয়ারি মারা গেছেন। নিহত মামুন মুলাডুলি রেলগেইট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেনের ছেলে ও আলিফ ফরিদপুর গ্রামের বুলবুল হাসনাত পল্লবের ছেলে।
পাবনায় নিখোঁজের পাঁচদিন পর রিকশাচালকের লাশ উদ্ধার
১১ জানুয়ারি দুপুরে পাবনার ঈশ্বরদীতে পাঁচদিন আগে নিখোঁজ সুমন আলী (৩৫) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিয়ারপুর পশ্চিম পাথরপাড়া গ্রামের আস্তুল মোল্ল্যার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমন আলী ওই এলাকার ইমান আলীর ছেলে।
0 মন্তব্যসমূহ