মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা : পাবনার সাঁথিয়ায় এসআইকে আহত করে চুরি মামলার সন্দেহভাজন আসামীকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনেরা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে সাঁথিয়া পৌরসভাধীন নওয়ানী গ্রামে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, চুরি মামলার সন্দেভাজন আসামী মহরম (২৮) কে গ্রেফতার করতে সাঁথিয়া থানার এসআই হায়দার আলী সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে মহরমের বাড়িতে অভিযানে যান।
এ সময় আসামীকে ধরে হ্যান্ডকাপ লাগাতে গেলে মহরমের মা, বোন ও দুই ভাই, এসে এসআই হায়দার আলীর হাতে লাঠি দিয়ে আঘাত করে আসামীকে ছিনিয়ে নেয়। এতে এসআই হায়দার আলীর হাতের আঙ্গুল ফেটে গুরুতর জখম হন। ঘটনার পরপরই সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক দুজনকে গ্রেফতার করে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আসামীর মা আনোয়ারা ও বোন শিউলি খাতুন।
পুলিশ জানায়, আ্টককৃতদের বিরুদ্ধেও অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে মামলা রয়েছে। সন্দেহভাজন আসামী মহরম সাঁথিয়া পৌরসভাধীন নওয়ানী গ্রামের আব্বাস শেখের ছেলে। এদিকে আহত এসআই হায়দার আলী সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, এ ব্যাপারে সরকারী কাজে বাধা প্রদান ও আসামী ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে আসামী করে সাঁথিয়া থানায় মামলা হয়েছে।
তিনি বলেন, পালিয়ে যাওয়া আসামী মহরমের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদক ও চুরি মামলা রয়েছে।
উল্লেখ্য,গত ২১ ডিসেম্বর সাঁথিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চুরি হয়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা দৌলত হোসেন বাদী হয়ে ২২ ডিসেম্বর একটি মামলা করেন। মহরম এই মামলার সন্দেহভাজন আসামী ছিল।
0 মন্তব্যসমূহ