ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় নানা আয়োজনে পালিত হল মহান স্বাধীনতা দিবস । শনিবার (২৬ মার্চ) দিনব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে নানাবিদ কর্মসূচি পালিত হয়েছে।
দিবসের সূচনা লগ্নে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ভাঙ্গুড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের সূচনা করা হয়েছে।
ভোর ৬টার দিকে পাবনা—৩ আসনের মাননীয় সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক—সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাঙ্গুড়া কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
সকাল ৮টার দিকে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ—আনসার ভিডিপি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার রোভারস্কাউট অংশ গ্রহণে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চপাস্টের ছালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।
ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা—৩ এর সাংসদ এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি,ভাঙ্গুড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকুন,ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক শিক্ষয়ত্রী ও শিক্ষার্থী বৃন্দ। বিকালে উপজেলা পরিষদ মাঠ চত্বরে এক প্রতীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সভাপতি মো. লোকমান হোসেন এর সভাপত্বিতে তাদের নিজ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেলসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
রাত সাড়ে ৮টার দিকে পৌর মেয়র গোলাম হাসনাইন এর আয়োজনে ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড এলাকায় শহীদ মিনার চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ