সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় করোনা শনাক্ত ব্যক্তি নিয়ে তথ্য বিভ্রাট!



নিজস্ব প্রতিনিধি : পাবনায় গত ১৬ এপ্রিল চটোমোহর উপজেলার বামনগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরে গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফেসবুক জুড়ে পাবনায় আরো ৪জন করোনায় আক্রান্ত হয়েছে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসতে থাকে।


এরপর ওইদিন রাত ৯টার দিকে পাবনা সিভিল সার্জন অফিস সূত্র জানায় ৪জন আক্রান্ত হওয়ার ফেসবুকিয় সংবাদটি গুজব এবং ততক্ষন পর্যন্ত পাবনায় ওই একজনের নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে।

এদিন রাত সাড়ে ১১টার দিকে চাটমোহর উপজেলা প্রশাসন সংবাদ মাধ্যমকে জানান চাটমোহর উপজেলার আরো একজনের পজেটিভ এসেছে যিনি পূর্বে আক্রান্ত যুবকের বাবা। বিষয়টি নিশ্চিত করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান।

এনিয়ে দেশের প্রথম শ্রেণির পত্রিকা ‘প্রথম আলো’সহ অনেক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এদিকে আজ রোববার (১৯ এপ্রিল) সকালে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, নতুন করে আক্রান্ত ব্যাক্তির বাড়ি চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে।

ডা. মেহেদী ইকবাল আরও জানান, আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত। তার বয়স ৪০ বছর। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছিলো আজ রোববার (১৯ এপ্রিল) সকালে তার ফলাফল পজেটিভ এসেছে এবং তিনি পূর্বে আক্রান্ত যুবকের বাবা নন।

এ নিয়ে গণমাধ্যমগুলো সংবাদ পরিবেশন করতে তথ্য বিভ্রাটে পড়ে যায়। দিনব্যাপী এ নিয়ে শহরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

তথ্য বিভ্রাটের বিষয় নিয়ে জানতে চাইলে- পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান বলেন, করোনা রোগীদের নিয়ে বিভ্রাট মূলক সংবাদ পরিবেশন করলে গণমাধ্যমগুলোর প্রতি আস্থা হারাবে মানুষ। যা মোটেই কাম্য নয়। সমন্বয়ের অভাবে এমনটি হয়েছে।

পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন খান বলেন, সংবাদ পরিবেশনে তথ্যবিভ্রাট থাকলে গুজব রটনাকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো সতর্কতা অবলম্বন করবেন বলে তিনি আশা করেন।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে জানানো হয় ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর পরিবারের ১৩ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

একই সঙ্গে তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে প্রথম আক্রান্ত যুবকের বাবার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

খবর পেয়েই গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই ব্যক্তিকে পরিবার থেকে আলাদা করে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

আজ সকালে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান  আগের তথ্যটি ভুল ছিলো স্বীকার করে বলেন- পাবনা সিভিল সার্জন অফিস থেকে তাঁকে রোগীর নাম জানানো হয়েছিলো।

পূর্বে আক্রান্ত যুবকের পিতার নাম ও আজকে পজেটিভ আসা ব্যক্তির নাম একই হওয়ায় তথ্য বিভ্রাট হয়েছে।

পরে জানানো হয়েছে রোগীর নাম এক হলেও তাদের দুজনের বাড়ি চাটমোহর উপজেলার দুই গ্রামে। একজনের বাড়ি বামনগ্রাম অন্য জনের বাড়ি হান্ডিয়াল।

তিনি দু:খ প্রকাশ করে বলেন, ‘আগের তথ্যটি ভুল ছিল।’

আজ রোববার (১৯ এপ্রিল) পাবনার গত ২৪ ঘন্টার করোনা আপডেট- ১১৮ জনের নমুনা পাঠানো হয়েছে। ৯৭ জনের রিপোর্ট এসেছে এদের মধ্যে ২ জনের পজিটিভ এসছে।

এখন পর্যন্ত পাবনায় ২জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ