সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ‘কোভিড-১৯ নেগেটিভ’ রোগীর মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনা শহরে শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যার কোভিড-১৯ নেগেটিভ ছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।


পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শহরের দক্ষিণ রাঘবপুরে নিজ বাড়িতে ৬০ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পাবনার সিভিল সার্জন মেহেদী ইকবাল বলেন, “এই ব্যক্তি করোনাভাইরাসে মারা যাননি; অন্য কোনো রোগে মারা গেছেন। তার কোভিড-১৯ পরীক্ষা নেগেটিভ ছিল।”

মৃত ব্যক্তির স্বজনদের উদ্ধৃতি দিয়ে সদর ইউএনও জয়নাল আবেদীন বলেন, মৎস আড়ৎদার এই ব্যক্তি পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় থাকতেন।

“করোনা উপসর্গের কারণে উপজেলা প্রশাসন তার বাড়ি গত ৫ এপ্রিল লকডাউন করে এবং তার নমুনা নিয়ে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে পাঠায় স্বাস্থ্য বিভাগ। পরীক্ষায় নেগেটিভ ফল আসায় ১১ এপ্রিল তার বাড়ির লকডাউন তুলে নেয় প্রশাসন।”

এলাকাবাসী আমিনুল হক বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকলেও তার পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসে রাজশাহী থেকে। পরিবার থেকে যেটা আমরা জানতে পেরেছি তা হলো মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অ্যাজমা, হার্ট ও সম্প্রতি নিউমোনিয়ায় ভুগছিলেন।