সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় সামাজিক দূরত্ব মানছে না সাধারণ মানুষ

শহর প্রতিনিধি, পাবনা : সরকারি নির্দেশনা না মেনে কারণে-অকারণে ঘর থেকে বাইরে বের হচ্ছেন জেলায় অবস্থানরত সাধারণ মানুষ।

শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক আব্দুল হামিদ সড়কে ব্যাপক ভিড় দেখতে পাওয়া যায়।


ছোট বড় যানবাহন আর সাধারণ মানুষে উপচেপড়া ভিড়ের কারণে সৃষ্টি হয় যানজট। পরিস্থিতি দেখে মনে হতে পারে এ যেন কোনো উৎসবের আমেজ বিরাজ করছে শহর জুড়ে।

গত কয়েকদিনে প্রশাসনের তৎপরতার কারণে হাট-বাজারগুলোতে মানুষের সমাগম অনেকাংশে কম হলেও বর্তমানে সেটি বৃদ্ধি পেয়েছে। আইন অমান্য করার প্রবণতা সবার মধ্যে। জেলাতে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সামনের দিনগুলি ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন বিশেজ্ঞরা।

জেলায় করোনা সন্দেহে কয়েকটি গ্রাম লকডাউন করে প্রশাসন।


বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন।

তিনি বলেন, জেলাব্যাপী করোনা (কোভিট-১৯) মোকাবিলায় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সরকারের দেওয়া সব আইন প্রয়োগ করা হচ্ছে। তবে সাধারণ মানুষ সচেতন না হলে বিষয়টি বাস্তবায়ন করা খুব মুশকিল। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি।

জেলা এবং উপজেলা পর্যায়ে সমস্ত কাঁচাবাজার ভোর থেকে শুরু হয়ে সকাল ১১টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। আর নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান-পাট বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকছে। হাটগুলোকে ফাকা স্থানে স্থানান্তরিত করা হচ্ছে।

উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত ১জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তার বাড়ি চাটমোহর উপজেলার বামনগ্রামে। এরপরে চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ