রনি ইমরান : ভয়াবহ করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতায় কয়দিন ধরে মাঠে নেমেছে ‘তারুণ্যের অগ্রযাত্রা’ শনিবার (২৮ মার্চ) তাদের অনুপ্রেরণা জোগাতে তাদের সাথে যোগ দেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ।
এই সংগঠনের উদ্যোক্তা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স এর নেতৃত্বে পাবনা শহরাঞ্চলসহ পুরো পৌর এলাকায় জীবানুনাশক স্প্রে, মাস্ক ও সাবান বিতরণ করেন তারা।
দোকানের সামনে নিরাপত্তা বেষ্টনির সংকেতের জন্য রং দিয়ে লাল গোল বৃত্ত অংকন করেন তারা। স্বচ্ছল মানুষদের প্রতি আহ্বান করেন যেন পার্শ্ববর্তী অসহায় মানুষদের খাদ্য, অর্থ ও জীবানুনাশক দিয়ে সহযোগিতা করেন তারা।
এ সময় জুবায়ের খান প্রিন্স সমাজের সকলকে স্বেচ্ছাসেবক হয়ে মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচী চলাকালে তারুণ্যের অগ্রযাত্রাকে সাহসীকতা ও সচেতনতার দায়িত্বশীলতায় মুগ্ধ হয়ে অনুপ্রেরনা দেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ।
এসময় বেশ কিছুক্ষন তিনি নিজেও দোকানে দোকানে মানুষকে সচেতন করেন ও তারুণ্যের অগ্রযাত্রার কাজ পরিদর্শন করেন।
সকাল থেকে শুরু হওয়া এই মানবিক ও সামাজিক কাজ এসপি বাংলো, চাঁদাখাঁর বাঁশতলা, আটুয়া, লাইব্রেরী বাজার, কৃষ্ণপুর, গোবিন্দা, আইবি রোড, দিলালপুর, শালগাড়িয়া, রাধানগরসহ বিভিন্ন অলিগলি ও বেশ কিছু বাড়ি এবং মসজিদেও তারা জীবানুনাশক স্প্রে করেন।
সকলের সহযোগিতা, অনুপ্রেরনা ও ভালোবাসা কামনা করেছেন তারা।
এই সংগঠনের উদ্যোক্তা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স এর নেতৃত্বে পাবনা শহরাঞ্চলসহ পুরো পৌর এলাকায় জীবানুনাশক স্প্রে, মাস্ক ও সাবান বিতরণ করেন তারা।
দোকানের সামনে নিরাপত্তা বেষ্টনির সংকেতের জন্য রং দিয়ে লাল গোল বৃত্ত অংকন করেন তারা। স্বচ্ছল মানুষদের প্রতি আহ্বান করেন যেন পার্শ্ববর্তী অসহায় মানুষদের খাদ্য, অর্থ ও জীবানুনাশক দিয়ে সহযোগিতা করেন তারা।
এ সময় জুবায়ের খান প্রিন্স সমাজের সকলকে স্বেচ্ছাসেবক হয়ে মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচী চলাকালে তারুণ্যের অগ্রযাত্রাকে সাহসীকতা ও সচেতনতার দায়িত্বশীলতায় মুগ্ধ হয়ে অনুপ্রেরনা দেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ।
এসময় বেশ কিছুক্ষন তিনি নিজেও দোকানে দোকানে মানুষকে সচেতন করেন ও তারুণ্যের অগ্রযাত্রার কাজ পরিদর্শন করেন।
সকাল থেকে শুরু হওয়া এই মানবিক ও সামাজিক কাজ এসপি বাংলো, চাঁদাখাঁর বাঁশতলা, আটুয়া, লাইব্রেরী বাজার, কৃষ্ণপুর, গোবিন্দা, আইবি রোড, দিলালপুর, শালগাড়িয়া, রাধানগরসহ বিভিন্ন অলিগলি ও বেশ কিছু বাড়ি এবং মসজিদেও তারা জীবানুনাশক স্প্রে করেন।
সকলের সহযোগিতা, অনুপ্রেরনা ও ভালোবাসা কামনা করেছেন তারা।

0 মন্তব্যসমূহ