সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনার কোমরপুরে আগুনে চারটি দোকান পুড়ে ছাই


পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নে কোমরপুর বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো আমিরুল ইসলামের মুদিখানার দোকান, এজাজ ফার্মেসী, আতিয়ার হোটেল, বজাই ফার্নিচার ও আতিকের চায়ের দোকান।

স্থনীয় দোকানদার’রা জানান, বাজারের চারটি দোকানে আগুন লেগে— দ্রুত আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসি অগুন নিয়ন্ত্রণে আনতে না পাড়লে পাবনা  ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায়, দের ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

আগুন লাগার ঘটনায় এসব দোকানের অন্তত ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

পাবনা ফায়ার সার্ভিসের ইনচার্জ শেখ মোঃ মাহবুবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

প্রায় দেরঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ