বার্তা সংস্থা পিপ (পাবনা) : দেশব্যাপী আয়োজিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’-এর অংশ হিসেবে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর হল রুমে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে আর্থিক সাক্ষরতা, ডিজিটাল ব্যাংকিং এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মোকছেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন টিটিসির চীফ ইন্সট্রাক্টর ও একাডেমিক ইনচার্জ অমল কুমার।
আইএফআইসি ব্যাংক পিএলসি পাবনা শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক পিএলসি পাবনা শাখার অফিসার আয়শা সিদ্দিকা। আর্থিক সাক্ষরতা বিষয়ক মূল প্রেজেন্টেশন প্রদান করেন আইএফআইসি ব্যাংক পিএলসি পাবনা শাখার অফিসার আলফারাবী মাহমুদ ইফাত এবং বি. এম. বাপ্পি আনোয়ার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইএফআইসি ব্যাংক পিএলসি পাবনা শাখার অফিসার গৌরব কুমার পাল।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের সঞ্চয়, দায়িত্বশীল আর্থিক আচরণ, ডিজিটাল ব্যাংকিং দক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

0 মন্তব্যসমূহ