বার্তা সংস্থা পিপ, পাবনা : ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকায় প্রতিষ্ঠিত ভোক্তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং নীতিমালা প্রনয়নের কাজ করে থাকা বেসরকারি, অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর পাবনা জেলা শাখার আয়োজনে ভোক্তা সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টায় শহরের দিলালপুরে "সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের" হল রুমে ২ ঘন্টাব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া তাসনিম।
ক্যাব পাবনা জেলা কমিটির সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
এ ছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যাবের পক্ষ থেকে আরো বক্তব্য দেন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য ও সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম লালু,পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম, স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, তানিয়া সুলতানা, রিয়াদ খান প্রমুখ।
মতবিনিময়সভার আগে জেলা তথ্য অফিসের সহায়তায় কিশোর গ্যাং এর উপর নির্মিত স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিও নাটক উপস্থাপন করা হয়। মতবিনিময় সভায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সভাপতির সমাপনি বক্তব্যের পর কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং প্রশ্নের জবাব দেন। এতে বিদ্যালয়ের ১০ম শ্রেণীর সাব্বির প্রামানিক প্রথম, সপ্তম শ্রেণীর আরাফাত হোসেন নাবিল ২য় ও দশম শ্রেণীর রিয়াদ খান ৩য় স্থান অধিকার করেন। পরে তাদের পুরস্কৃত করা হয়। আলোচনায় কি শিখলাম এ বিষয়ে বক্তব্য দেন ১০ম শ্রেণীর রিয়াদ খান।
উপস্থিত ছিলেন সিএনএফ টিভি'র চেয়ারম্যান খলেদ আহমেদ, দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবকসহ প্রায় ২শ শিক্ষার্থী। আলোচনার আগে জেলা তথ্য অফিসের উদ্যোগে কিশোর গ্যাংয়ের কুফলের বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক নাটক "একটু ভালোবাসার জন্য" প্রচার করেন দপ্তরের সাইন অপারেটর আবুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সোরহাব হোসেন।

0 মন্তব্যসমূহ