মনসুর আলম খোকন, সাঁথিয়া পাবনা: পাবনার সাঁথিয়ায় এক এসএসসি পরীক্ষর্থীসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার ছেচানিয়া ব্রিজের উপর একটি মাইক্রবাসসহ কয়েকজন যুবক সরকার উৎখাতের পরিকল্পনা করছে। সেখান অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার আফড়া নদীশাখা গ্রামের মৃত আ: ছালামের ছেলে রাব্বি হোসেন (২০), মঙ্গলগ্রামের নাছিম উদ্দিনের ছেলে আমির হামজা (২৪), আটিয়াপাড়া গ্রামের নাজমুল হকের ছেলে মাসুদ রানা (২৫), আফড়া ভাদালিয়াপাড়া গ্রামের আব্দুল মন্ডলের ছেলে এসএসসি পরীক্ষার্থী নয়ন হোসেন (১৯), মঙ্গলগ্রামের মাজাই প্রামানিকের ছেলে রুহুল হোসেন (২০), আফড়া উত্তরপাড়া গ্রামর মৃত মহির উদ্দিনের ছেলে শামীম (২৫) ও ছেচানিয়া গ্রামের মৃত ইনামুল হকের ছেলে মাইক্রাবাসের ডাইভার গোলাম ফারুক (৩০)।
এ সময় তাদের কাছ থেকে টিয়া রঙের গেঞ্জি, হলুদরঙের ক্যাপসহ মাইক্রোবাস জব্দ করা হয়। এ ঘটনায় সাঁথিয়া থানার এসআই আতিকুর রহমান বাদী হয় ১২ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে সস্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান আরও জানান, আটককৃত সবাই ছাত্রলীগের কর্মী ও সমর্থক বলে জানা যায়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ