সর্বশেষ

6/recent/ticker-posts

৩২ প্রকার ভর্তা নিয়ে আটঘরিয়ায় অনুষ্ঠিত হলো ৩য় ভর্তা উৎসব



 আটঘরিয়া প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মা-চাচিদের হাতে মাখানো ভর্তা উৎসব। আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে হ্যাপি টেকনোলজিস এর নিজস্ব আয়োজনে আজ ১৪ মে বুধবার দুপুর দুই টার সময় দেবোত্তর বাজার শহিদুল্লাহ টাওয়ার এর দ্বিতীয় তলায় এই ভর্তা উৎসব অনুষ্ঠিত হয়। 

আয়োজিত ভর্তা উৎসবে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার। 

হ্যাপি টেকনোলজিস এর পরিচালক আবু সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, হ্যাপি কিডস ফেয়ার অধ্যক্ষ আফরোজা সাঈদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন, শহিদুল ইসলাম,আব্দুল কাদের, সরোয়ার হোসেন প্রমুখ। 

এ ভর্তা উৎসবে হ্যাপি টেকনোলজিস এর কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন। এউৎসবে মোট ৩২ প্রকার বিভিন্ন আইটেমের ভর্তার মধ্যে আমিনুল ইসলামের চিংড়ি শুটকি ভর্তা প্রথম হয়েছেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ