সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা


পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে রুবেল হোসেন নামে এক মাটি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।

ভ্রাম্যমাণ আদালত জানান, অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় রুবেল হোসেন থেকে এক লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ