আটঘরিয়া প্রতিনিধি: আগামী ১ মাসের মধ্যে আটঘরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ মে রবিবার বিকালে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন আজীবন সদস্য ইবাদত আলী, আজীবন সদস্য এএইচ কেএম আবু বক্কার সিদ্দিক, আজীবন সদস্য আব্দুস সাত্তার মিয়া।
সহ-সভাপতি আমিরুল ইসলাম, নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ শফিউল্লাহ শফি, সদস্য সাইদুল ইসলাম, শফিউল্লাহ শফি, শফিকুল মিঠু, শহিদুল ইসলাম প্রমুখ।
যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদস্য আব্দুস সবুর, আক্তারুজ্জামান আক্কাস, সুলতান মাহমুদ।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী এক মাসের মধ্যে আটঘরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কশিমন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার হলেন আটঘরিয়া প্রেসক্লাবের আজীবন সদস্য ইবাদত আলী, আজীবন সদস্য আব্দুস সাত্তার, আজীবন সদস্য এএইচ কেএম আবু বক্কর সিদ্দিক।

0 মন্তব্যসমূহ