সর্বশেষ

6/recent/ticker-posts

বগুড়া জেলের ডেপুটি জেলার ও প্রধান কারারক্ষী বরখাস্ত

 


বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় ডেপুটি জেলারসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বগুড়া জেল সুপার আনোয়ার হোসেন।


বরখাস্তরা হলেন ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান, প্রধান কারারক্ষী ফরিদ উদ্দিন, কারারক্ষী দুলাল হোসেন, হাবিলদার আব্দুল মতিন এবং আরিফুল ইসলাম


এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, তদন্ত দল বৃহস্পতিবার আলামতগুলো দেখেছেন। সংশ্লিষ্ট অনেকের সঙ্গেই কথা বলেছেন। কালও (শুক্রবার) যাবে। পলাতক আসামিদের সঙ্গেও কথা বলবে।


গত বুধবার ভোররাত ৩টা ৫৫ মিনিটে কারাগারের জাফলং ভবনের কনডেম সেলের চার আসামি পালিয়ে যায়।


তারা হলো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার নজরুল ইসলাম মঞ্জুর, বগুড়া জেলার সদর থানার ফরিদ শেখ, কাহালু থানার মো. জাকারিয়া ও নরসিংদী জেলার মাধবদী থানার আমির হামজা।


পুলিশ ও জেলা প্রশাসন জানায়, কারাগারের ওই ভবনটি খুবই পুরনো। ভবনের ছাদে কোনো রড নেই; এটি চুন ও সুরকি দিয়ে তৈরি। আসামিরা এক মাস ধরে বালতির হাতল দিয়ে ছাদ ফুটো করেন। কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যাওয়ার জন্য তারা নিজেদের গামছা, চাদর ও পুরনো কাপড় জোড়া দিয়ে রশি তৈরি করেন। তবে পালিয়ে যাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ