র্যাব-১২ পাবনার একটি অভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা বাবু শেখ ওরফে ডাক বাবু হত্যা মামলার ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
গত ২৬ জুন সন্ধ্যায় পাবনা সদর থানার পূর্ব রাঘবপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার পলাতক আসামী মোঃ জামরুল সরদার (৪০) কে গ্রেফতার করে। গ্রেফতার জামরুল পাবনা সদর থানার পূর্ব রাঘবপুর এলাকার মোঃ বক্কার সরদারের ছেলে।
গ্রেফতারকৃত জামরুল সরদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য প্রদান করলে পরবর্তীতে তার দেয়া তথ্য মতে আভিযানিক দল গত ২৭ জুন রাত ৩টার দিকে পাবনা সদর থানার পূর্ব হলুদবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরো একজন পলাতক আসামী মোঃ উজ্জল খাঁ (৪৫) কে গ্রেফতার করে। গ্রেফতার উজ্জল খাঁ পাবনা সদর থানার পূর্ব রাঘবপুর এলাকার মৃত খোরশেদ খাঁর ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যা ঘটনা সংগঠিত হয়েছে বলে জানিয়েছে র্যাব। এই হত্যায় জড়িত অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে বলে জানিয়েছেন পাবনা র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী।
উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুনপাড়া এলাকায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত ৮ জুন রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান নলদাহ নতুনপাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন বাবু। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাবু। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0 মন্তব্যসমূহ