সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা আজ

 


এপ্রিলের প্রথম দিন থেকেই পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। মঙ্গলবার (৩০ এপ্রিল) পাবনার একমাত্র আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরআগে ২০২৩ সালের ২৩ এপ্রিল উপজেলায় ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।  ঈশ্বরদী আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। 


ঈশ্বরদীতে আজ ৪৩ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরআগে ঈশ্বরদীতে এরচেয়ে বেশি তাপমাত্রা কখনো রেকর্ড করা হয়নি। গতবছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে তীব্র রোদ ও অসহনীয় গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রিকশাচালক, কুলি ও নিম্ন আয়ের দিনমজুর শ্রেণির মানুষ। গরমের তীব্রতায় সাধারণ খেটে খাওয়া মানুষের প্রাণ ওষ্ঠাগত। প্রখর রোদে ঘাম ঝরানো তাপমাত্রার কারণে শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। শিশুদের গরমের তীব্রতায় দীর্ঘসময় ধরে পুকুরে নেমে গোসল করতে দেখা গেছে।


তীব্র খরায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি উঠছে না। ফলে জেলাজুড়ে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। 


তীব্র গরমে বয়স্ক, শিশুরা পড়েছে সব থেকে বেশি ভোগান্তিতে। গরমের তীব্রতায় পানিশূন্যতায়ও অসুস্থ হচ্ছেন কেউ কেউ। তীব্র রোদ ও অসহনীয় গরমে রাস্তাঘাট-হাটবাজারে লোকসমাগম কমে গেছে। জরুরি কাজ না থাকলে মানুষজন তেমন বাইরে বের হচ্ছেন না। রোদের প্রখরতায় রাস্তার পিচ তপ্ত উষ্ণতা ছড়াচ্ছে।


ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীসহ পার্শ্ববর্তী এলাকায় পারদের কাঁটা অতি তীব্র তাপপ্রবাহ ছুঁয়েছে। গত ২৯ এপ্রিল ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ মাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ