চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। এটা এ বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। ফলে পাবনাজুড়ে বইছে মাঝারি তাপপ্রবাহ। এর সাথে চলছে তীব্র লোডশেডিং। ফলে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন।
তীব্র রোদ ও অসহনীয় গরমে রাস্তাঘাট-হাটবাজারে লোকসমাগম কমে গেছে। রোদের প্রখরতায় রাস্তার পিচ তপ্ত হয়ে গলে যাচ্ছে। এ অবস্থায় রোজা রাখতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন রোজাদাররা।
পাবনাতে গত পাঁচদিন ধরে তাপপ্রবাহ বিরাজমান থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। রিকশা ও অটোচালকরা গরমে হাঁসফাঁস করছেন। প্রচণ্ড খরায় ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি উঠছে না।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ১ এপ্রিল ঈশ্বরদীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি এ উপজেলার সর্বোচ্চ তাপমাত্রা।

0 মন্তব্যসমূহ