সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় ৪ দোকান পুড়ে ছাই

 


পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৩১ মার্চ) সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয় বাসিন্দা স্বপন আহমেদ বলেন, আগুন লাগার পর আমরা নেভানোর চেষ্টা করেছিলাম। তবে আগুন বেশি থাকায় কাছে যেতে পারিনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও চার দোকান ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে আব্দুল লতিফের ইলেকট্রনিক্সের দোকান, মহাব্বত আলীর মুদি দোকান, আব্দুল মান্নানের খাদ্য সামগ্রী, আব্দুল হামিদের মুদিখানার দোকান পুড়ে গেছে।


ক্ষতিগ্রস্ত আব্দুল লতিফ জানান, ঈদের আগে বিক্রির জন্য টিভি, ফ্রিজ, বৈদ্যুতিক পাখাসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য তুলেছিলাম। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। অন্যান্য ব্যবসায়ীরাও ঈদ উপরক্ষে মালপত্র তুলে দোকান সাজিয়েছিলেন।


এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।


খানমরিচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। তাদেরকে সহযোগিতার চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ