পাবনা সদরের জাফরাবাদ থেকে পরিত্যক্ত অবস্থায় র্যাব সদস্যরা রোববার ভোর রাতে একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন জাফরাবাদ সাকিনস্থ জাফরাবাদ বাজারের পূর্ব পাশের একটি ফার্নিচারের দোকানের পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি পাবনা সদর থানায় আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্যসমূহ