রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর উদ্যোগে এবং পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পাবনার সুজানগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সুজানগর পৌর শহরের কদ্দুস কমপ্লেক্স চত্বরে অসহায় মানুষদের মাঝে এ সব ঈদ উপহার সামগ্রী তুলে দেন পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আফসার আলী বিশ্বাস, পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য ও শিল্পপতি আলহাজ আব্দুল কুদ্দুস ও পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য পুলিশ সুপার (এসপি) আসলাম উদ্দিন।
আফসার আলী বিশ্বাস ও আসলাম উদ্দিন জানান, রাষ্ট্রপতি ও পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভপতি মো. সাহাবুদ্দিন-এর উদ্যোগে এবং পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক রেল সচিব সেলিম রেজার পরামর্শক্রমে সুজানগর উপজেলার ১২০ জনসহ জেলার এক হাজার হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
গরিব অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এ ঈদ সামগ্রী বিতরণ। এ ছাড়া পাবনা শহরে ১০০ জন এবং সাঁথিয়ায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

0 মন্তব্যসমূহ