গত ৪ মার্চ বাংলাদেশের প্রথম সারির জাতীয় দৈনিকসহ বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘পাবনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রতিষ্ঠান কেন্দ্রীক প্রতিটা কাজ সভাপতির সাথে আলোচনা সাপেক্ষে করা হয়েছে। তার পছন্দের লোককে নিয়োগ দেয়া নিয়ে কমিটির ১১ সদস্যের মধ্যে মতভেদ দেখা দেয়ায় কমিটির সদস্যরা বোর্ডের কাছে পদত্যাগ করেছেন। বর্তমানে কোন কমিটি নেই। ইউএনও স্বাক্ষরে বেতনভাতা উত্তোলন হচ্ছে। এডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। স্বার্থের জায়গায় সভাপতির ইচ্ছামাফিক কাজ না করায় তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অভিযোগ উত্থাপন করেছেন। আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সঠিক নয়।
আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
0 মন্তব্যসমূহ