পাবনার ঈশ্বরদীতে ১৪ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. সূর্য মৃধাকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী। সোমবার সন্ধ্যায় ঈশ্বরদী থানায় মামলাটি করেন তিনি।
সূর্য মৃধা সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। এ খবর শুনেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আকবার আলী মুন্সি।
মামলা থেকে জানা যায়, বাবার মৃত্যুর পর মানসিকভাবে প্রতিবন্ধী ওই কিশোরী জয়নগর মধ্যপাড়া গ্রামে নানার বাড়িতে থাকতেন। সোমবার দুপুরে সে তার ঘরে একা ছিল। এ সময় সূর্য মৃধা ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। কিশোরী বিষয়টি সূর্য মৃধার স্ত্রীকে জানালে তিনি প্রথমে মান সম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। পরে বিবেকের তাড়নায় পরিবারের সদস্যদের জানান। কিন্তু কেউ কোনো ভূমিকা না রাখায় নিজেই থানায় গিয়ে স্বামীর শাস্তি চেয়ে লিখিত অভিযোগ করেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। সূর্য মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।

0 মন্তব্যসমূহ