সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় কৃষককে কুপিয়ে জখম



পাবনার ভাঙ্গুড়ায় কৃষকের জমিতে রোপনকৃত ধান নষ্ট করার প্রতিবাদ করায় কৃষককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার(১ মার্চ) বেলা ১০টার দিকে উপজেলা খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 


এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে ৬ জনের নাম উল্লেখ করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ।


অভিযুক্তরা হলেন, উপজেলা খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া (মেরাগাছা) গ্রামের মোঃ রুহুল তালুকদার (৪২), আলাদিন (৪০), উভয় পিতা- মৃত খয়বর তালুকদার,  মোঃ মিলন (২৫), পিতা- রুহুল তালুকদার, মোঃ আঃ মজিদ (৪০), পিতা- ওয়াহাব তালুকদার, মোঃ হরুফ (৩২), পিতা- মোঃ অজান তালুকদার, মোঃ আঃ মোন্নাফ (৩৮), পিতা- মোঃ ওয়াহাব তালুকদার।


থানায় লিখিত অভিযোগে ও ভুক্তভোগী জানান, কৃষক শহীদুল ইসলাম (৩৬) এর রোপনকৃত ধানের জমি দিয়ে পাওয়ার টিলার নিয়ে গিয়ে ধান গাছের ক্ষতিসাধন করে রুহুল তালুদার। ঘটনার দিন সকাল ১০ টার দিকে শহিদুল ইসলাম তার জমির উপর রুহুল তালুদারকে দেখতে পেয়ে পাওয়ার টিলার দিয়ে ধান গাছের ক্ষতি সাধন করার কারণ জিজ্ঞাসা করলে রুহুল তালুদার শহিদুলের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। 


গালিগালাজ করতে নিষেধ করলে রুহুল শহিদুলকে দেখে নিবে বলে ৫ থেকে ৬ জন একতাবদ্ধ হয়ে লাঠি সোঠা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শহিদুলকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে। 


অভিযোগে আরও উল্লেখ করা হয় যে রুহুল তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে শহিদুলকে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে । পরে আহতদের উদ্ধার করে চিকৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।


ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. নজমুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ