সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ার রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে জটিলতা

 


 


আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।


প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান ২৯ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করবেন।


মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হবেন, যেহেতু সেখানে সরকারি প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে।


কিন্তু ওই পদ নিয়ে স্কুলে মারাত্মক জটিলতার সৃষ্টি হয়েছে সহকারী শিক্ষক মোঃ আব্দুল বারী সিনিয়রের দিক দিয়ে তিন নাম্বার। 


গোপন সূত্রে জানা যায়, তিনি বিভিন্নভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার জন্য কুট কৌশল অবলম্বন করছেন।


শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মমিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার যোগ্য কিন্তু তাকে না দিয়ে মোঃ আব্দুল বারী নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার পায়তারা করছেন।


এতে শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে লেখাপড়ায় মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে।


সূত্রমতে বিদ্যালয়টির আভ্যন্তরীণ কোন্দলের কারণে এ বছর ষষ্ঠ শ্রেণীতে ৩০ জন ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ