সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় মাল‌চিং পেপা‌রে ট‌মে‌টো চাষ ক‌রে স্বাবলম্বী চাষি ওসমান গণি

 



মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট কৃষি খাতের আওতায় প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি) কর্তৃক বাস্তবায়িত বেড়া শাখার আওতায় পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পূর্ব মল্লিকপাড়ার কৃষক ওসমান গ‌ণিসহ অ‌নে‌কে মাল‌চিং পেপা‌রে কো‌কোডা‌ষ্টে‌র বাহুবলী জা‌তের ট‌মে‌টোর চারা চাষ ক‌রে স্বাবলম্বী হ‌য়ে‌ছেন অনেকেই। 


স্বাবলল্বী রেজাউল বলেন, জ‌মি‌তে থোকায় থোকায় ধ‌রেছে ট‌মে‌টো। এই প্রযু‌ক্তি‌ এর আগে কখনও ক‌রি নাই। চাষি ওসমান গণি বলেন, মাল‌চিং পেপা‌রে ফসল চাষ ক‌রলে মা‌টির আর্দ্রতা ঠিকঠাক থা‌কে, জ‌মিতে আগাছার প‌রিমাণ হয়না বল‌লেই চ‌লে। রোগবালাই ও পোকামাক‌ড়ের উপদ্রব কম হয়। 


তি‌নি আরো বলেন, আশা কর‌ছি আগামী রোজার মা‌সে ট‌মে‌টো বি‌ক্রি‌ ক‌রে অনেক টাকা আয় করতে পারবো । নতুন এই প্রযু‌ক্তি‌ দে‌খে অত্র এলাকার কৃষকরা অনেক আন‌ন্দি‌ত এবং মাল‌চিং পেপা‌রে ফসল চাষ করতে আগ্রহী হচ্ছে। 


পি‌পি‌ডি`র কৃ‌ষি কর্মকর্তা অনুপ কুমার ঘোষ বলেন, মাল‌চিং পদ্ধ‌তি এই এলাকায় নতুন। তাই এই প্রযুক্তি‌‌তে পিপিডির সহযোগিতায় ১০ বিঘা টমেটো চাষ করে  ফসল ভা‌লো হয়েছে। সেচ কম লা‌গে, মা‌টির আদ্রর্তা ঠিক থা‌কে। আমরা আশা কর‌ছি, পরবি‌র্তিতে এই পদ্ধ‌তি এই এলাকায় ব‌্যাপকভা‌বে ছ‌ড়ি‌য়ে পর‌বে।

এই প্রযুক্তি‌‌তে অনেকেই স্বাবলম্বী হয়েছে। সর্বোপ‌রি ‌পিকেএসএফ‌কে সাধুবাদ জানা‌চ্ছি‌।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ